

৩৩ বছর বয়সী ওপেনার শারজিল খান পাকিস্তানের হয়ে খেলেছেন তিন ফরম্যাটেই। ১ টেস্ট, ২৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে। ফিক্সিং ইস্যুতে নির্বাসিত হয়ে আবার ফিরেছেন ক্রিকেটে, নিয়মিত খেলছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে শারজিল খানকে। এই মারকুটে ওপেনার দলটির হয়ে খেলবেন ৩ টি ম্যাচ।
বাংলাদেশে আসার আগে ৫ জানুয়ারি টুইটারে এক পোস্ট দিয়েছেন শারজিল। সেখানে অবশ্য ঠিক দলের নাম লেখেননি তিনি। টুইটে মেনশন করেছেন খুলনা টাইটান্সকে!
তিনি লিখেছেন, ‘বাংলাদেশের পথে, খুলনা টাইটান্সের পক্ষে চুক্তি অনুযায়ী ৩ ম্যাচ খেলতে। এরপর দুবাই যাবো আমার ফিটনেস নিয়ে ফিটনেস ট্রেনারের সঙ্গে কাজ করতে।’
On my way to Bangladesh to fulfill my 3 match contract with @khulnatitans and will be leaving for dubai after that to put in some more work with my fitness trainer need prayers #FitnessMotivation
— Sharjeel khan (@SharjeelLeo14) January 5, 2023
তাকে স্বাগত জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে ইতোমধ্যেই ১ ম্যাচ খেলে ফেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তিনি লেখেন, ‘আসো, আসো’।
aja aja 🥰 https://t.co/1pbCITX3Vi
— Mohammad Amir (@iamamirofficial) January 6, 2023
দলের নাম ভুল লেখায় অবশ্য দোষারোপের সুযোগ নেই শারজিল খানকে। বিপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির যে ঠিকঠিকানা নেই। কোন অঞ্চলের দলের নাম কখনো খুলনা রয়্যাল বেঙ্গলস, বা কখনো খুলনা টাইটান্স, আবার এখন খুলনা টাইগার্স!