

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসায় ভাসলেন কুমিল্লাকেই ডুবিয়ে দেওয়া রনি তালুকদার। বর্তমান চ্যাম্পিয়নরা গতরাতের ম্যাচে হারলেও কোচ সালাউদ্দিন দায় চাপাচ্ছেন না উইকেট কিংবা ফ্লাডলাইটের উপর।
ওপেনার রনি তালুকদারের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রংপুর রাইডার্স। ম্যাচজয়ী পারফরম্যান্সের পর পরাজিত দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসা কুড়ালেন রনি।
View this post on Instagram
অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটার রনিকে দিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার টোটকা,
‘রনি তালুকদার বেশ ভালো ইনিংস খেলেছে। একটা ফ্লুয়েন্ট ইনিংস খেলেছে, আমার মনে হয় টি-টোয়েন্টিতে যেমন আদর্শ ব্যাটিং করা উচিত সে সেটাই করেছে।’
‘সে আসলে ফ্রি স্ট্রোক মেকার। মাঝে মাঝে অনেক বড় ইনিংস খেলে, স্পেশালি আমার বিপক্ষেই বেশি খেলে। যেহেতু সে সবদিকে শট খেলতে পারে, সে টি-টোয়েন্টিতে ভালো ব্যাটার হতে পারে বলে আমি মনে করি। তাকে আরও বড় জায়গায় খেলতে হলে আরও ধারাবাহিক হতে হবে। তখন হয়তো নির্বাচকরা তাকে বিবেচনা করবে।’
এমন ভালো উইকেট আশা করেছিলেন? সংবাদদাতাদের এমন প্রশ্নের জবাবে কুমিল্লার গুরু সালাউদ্দিনের বক্তব্য,
‘হ্যাঁ, রাতের বেলা ডিউ থাকলে উইকেট ভালো থাকে। বলটা তখন আসলে গ্রিপ করে না, তো আমি আসলে অবাক হইনি। উইকেট যদি ১২০ এর হয় তাহলে সেভাবে খেলা উচিত, ১৮০ এর হলে সেভাবে খেলা উচিত। কারও দোষ দেওয়াটা কঠিন। টুর্নামেন্ট যেহেতু শুরু হয়ে গেছে, উইকেট নিয়ে আমি আর কথা বলতে চাই না।’
শীতের ঘন কুয়াশার ফলে মিরপুর হোম অফ ক্রিকেটের ফ্লাডলাইটের আলোও উজ্জ্বলতা হারিয়েছে। তবে ব্যাটারদের খুব একটা সমস্যা হয়নি; এমনটাই বলে গেলেন মোহাম্মদ সালাউদ্দিন,
‘আসলে এতো কুয়াশা পড়লে কঠিন। তবে আমার কাছে মনে হয়না ব্যাটার রা খুব বেশি সমস্যায় পড়েছে।’