

গত দুইদিন আগেই সাকিব আল হাসান বলছেন এক-দুই মাসের মধ্যেই বিপিএলকে বদলে দিতে পারবেন তিনি। আজ (৬ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচ শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল জবাব দিয়েছে সাকিবের করা সব অভিযোগের।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক বলেন,
‘দেখুন আমরা সবাই একই পরিবারের লোক। মত ভিন্ন থাকতে পারে। একটা জিনিস তো আমাদের মেনে নিতে হবে, ডিআরএস নিয়ে বাস্তবতাটা বুঝতে হবে। কেউ যদি এনে দিতে পারে ডিআরএস, আমরা খরচ বহন করবো। আমাদের কাছে মেশিন আছে, টেকনিক্যাল লোক নেই।’
বিপিএলকে ডিপিএলের চেয়েও নিম্নমানের বলেছিলেন সাকিব। সেই ইস্যুতে- সাকিব প্রিমিয়ার লিগ তো খেলে না মাঝেমধ্যে কিন্তু বিপিএলের কোনো সংস্করণ তো মিস দেয়নি; এমন মন্তব্য করেন ইসমাইল হায়দার মল্লিক,
‘আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত ও তো বিপিএলের কোনো খেলা মিস দেয়নি। বলতে যে প্রিমিয়ার ডিভিশন থেকে বিপিএল খারাপ, কিন্তু প্রিমিয়ার ডিভিশন তো অনেক সময় সাকিব খেলে না। এটা আসলে কোনো বিতর্ক না, ও তো আমাদেরই লোক।’
সাকিবের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে বিপিএলের সিইও (প্রধান নির্বাহী) শেখ সোহেল বলেন,
‘আমি প্রথমে সাকিবকে ওয়েলকাম জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বডি থেকে ওকে ওয়েলকাম জানাই। ও যদি চাই সামনের বছর থেকে সিইওর দায়িত্ব পালন করুক। আমাদের সাহায্য করুক। এখন তো সে খেলতেছে, সে নেক্সট ইয়ারে চলে আসুক।’