

২৩ বছর বয়সী আফিফ হোসেন ধ্রুব ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অটোচয়েজ আফিফ হোসেন ধ্রুব আজ বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
২০১৬ বিপিএলে প্রথমবার অংশ নেওয়া আফিফ আজ ২৩ বলে ২৫ রান করার পথে পুর্ণ করেছেন বিপিএলে ১০০০ রান।
বিপিএলে ১০০০ বা তার বেশি রান করা ২২ তম ব্যাটার হয়েছেন আফিফ। সর্বোচ্চ ২৬২৮ রান নিয়ে এই তালিকায় সবার উপরে তামিম ইকবাল।
বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক-
১. তামিম ইকবাল- ৭৮ ইনিংসে ২৬২৮ রান
২. মুশফিকুর রহিম- ৯০* ইনিংসে ২৫২৫ রান
৩. মাহমুদউল্লাহ রিয়াদ- ৮৬ ইনিংসে ২০৭৫ রান
৪. ইমরুল কায়েস- ৯১ ইনিংসে ১৯৭০ রান
৫. এনামুল হক বিজয়- ৮৯ ইনিংসে ১৮০৮ রান
৬. সাকিব আল হাসান- ৮৬ ইনিংসে ১৭৬৭ রান
৭. ক্রিস গেইল- ৫২ ইনিংসে ১৭২৩ রান
৮. সাব্বির রহমান- ৮৩ ইনিংসে ১৭১০ রান
৯. মোহাম্মদ মিঠুন- ৭৬ ইনিংসে ১৬৪৮ রান
১০. মুমিনুল হক- ৭১ ইনিংসে ১৩৬৪ রান
১১. লিটন দাস- ৬৪ ইনিংসে ১৩০৫ রান
১২. রাইলি রুশো- ৩৬ ইনিংসে ১২৪০ রান
১৩. আন্দ্রে ফ্লেচার- ৩৯ ইনিংসে ১১৪৪ রান
১৪. রবি বোপারা- ৬০ ইনিংসে ১১০৯ রান
১৫. সৌম্য সরকার- ৭১ ইনিংসে ১১০০ রান
১৬. জহুরুল ইসলাম- ৭৩ ইনিংসে ১০৯৭ রান
১৭. নাসির হোসেন- ৫৬ ইনিংসে ১০৮৫ রান
১৮. মোসাদ্দেক হোসেন সৈকত- ৫৭ ইনিংসে ১০৬৬ রান
১৯. শোয়েব মালিক- ৪০ ইনিংসে ১০৪৫ রান
২০. মারলন স্যামুয়েলস- ৩৩ ইনিংসে ১০৩৯ রান
২১. নাজমুল হোসেন শান্ত- ৫২* ইনিংসে ১০২১ রান
২২. আফিফ হোসেন ধ্রুব- ৪৮* ইনিংসে ১০০০ রান।