

রাত পোহালেই শুরু হতে চলেছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৩ এর দামামা। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন বিপিএলের সব ম্যাচ লাইভ দেখতে পারবেন। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও ওটিটি প্লাটফর্ম দারাজ।
মিরপুর হোম অফ ক্রিকেটে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ৯ম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে বাংলাদেশের নাগরিক টিভিতে।
টিভি ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। যেখানে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ওটিটি দারাজ।
বিপিএল ২০২৩ কোথায় দেখবেন?
নাগরিক টিভি (বাংলাদেশ)
দারাজ – ওটিটি (বাংলাদেশ)
ইএসপিএন প্লাস – মার্কিন যুক্তরাষ্ট্র
সিনেব্লিটজ- জিসিসি (কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান)
ভারত- ফ্যান কোড, ইউরো
পাকিস্তান- জিও, পিটিভি
শ্রীলঙ্কা-ইউরোস্পোর্টস
মালদ্বীপ- ইউরোস্পোর্টস
আফগানিস্তান- আরটিএ স্পোর্টস
ক্যারিবিয়ান – স্পোর্টম্যাক্স (১২টি দেশ)
বাকি বিশ্ব (ভিডিও অন ডিমান্ড)- 27thsports.com
Tags: নাগরিক টিভি বিপিএল