

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে ঢাকা ডমিনেটর্সের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার নাসির হোসেন। গুঞ্জন ছড়ালেও নেতৃত্ব উঠেনি তাসকিনের কাঁধে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় ঢাকা ডমিনেটর্স ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। দলে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ থাকলেও টিম ম্যানেজমেন্ট অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছে নাসিরকে।
দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত নাসির হোসেন গণমাধ্যমের সামনে বলেন,
‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে অলরাউন্ডার নাসির হোসেন। গত বিপিএল আসরে নাসির হোসেনকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার নাসিরই হলেন ঢাকার নৌকার মাঝি।
ঢাকা ডমিনেটর্স স্কোয়াড:
নাসির হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাভিরা (শ্রীলঙ্কা), শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, আরিফুল হক, মনির হোসেন খান, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, সালমান ইরশাদ।