

নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। ইনজুরিতে ছিটকে গেলেন শাদাব খান। দলে তিন নতুন মুখ তৈয়ব তাহির, উসামা মীর ও কামরান গোলাম।
আনক্যাপড ঘরোয়া ব্যাটার তৈয়ব তাহির প্রথমবারের মতো পাকিস্তান স্কোয়াডে। ২৯ বছর বয়সী তাহিরের একটি চমকপ্রদ লিস্ট এ রেকর্ড রয়েছে, ৪৯ ম্যাচে তিনটি শতরান এবং ১৫ অর্ধশতক রয়েছে, গড় ৪৩.৯৫।
আঙুলে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করবেন শাদাব খান। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সময় আঙুলে চোট পেয়ে শাদাব খান দলে হোম ।
শাদাবের জায়গায় ২৭ বছর বয়সী আনক্যাপড লেগ স্পিনার উসামা মীরকে রাখা হয়েছে। সম্প্রতি টেস্ট দলে জায়গা পাওয়া কামরান গোলাম ওয়ানডে দলেও ডাক পেয়েছেন।
প্রায় পাঁচ বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন হারিস সোহেল।
🚨 Pakistan squad for the three-match ODI series against New Zealand 🚨#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/XIULDIB8A0
— Pakistan Cricket (@TheRealPCB) January 5, 2023
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আগা, শাহনওয়াজ দাহানি শান মাসুদ, তৈয়ব তাহির, উসামা মীর।