

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে খুলনা টাইগার্সের অধিনায়কত্ব করবেন ডানহাতি ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি। দলের আইকন ক্রিকেটার হিসাবে তামিম ইকবাল থাকলেও টিম ম্যানেজমেন্ট অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছে রাব্বিকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় খুলনা টাইগার্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম তাদের অধিনায়কের নাম ঘোষণা করেন।
তিনি জানান কোচ খালেদ মাহমুদ সুজন, আইকন ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে একাধিক সভার পর ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে।
রাব্বিকে অধিনায়কত্ব দেবার কারণও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, তরুণরা সব কিছু সম্ভব করতে পারে। প্রত্যেকেরই নিজেকে মেলে ধরবার একটা সুযোগ প্রয়োজন। নেতা হিসেবে আবির্ভূত হবার সুযোগ প্রয়োজন। এখানে সে নিজেকে তৈরি করে নিতে পারবে, বাংলাদেশ দলও আরও একজন দক্ষ অধিনায়ক পাবে।’
২০২৩ বিপিএলের খুলনা টাইগার্স স্কোয়াড :
তামিম ইকবাল (আইকন), ফখর জামান, মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়ার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অধিনায়ক), সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, পল ভন মেকেরেন, আজম খান, অ্যান্ড্রু বালবির্নি, প্রীতম কুমার, হাবিবুর রহমান।