

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর প্রেসিডেন্ট বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর সেক্রেটারি জেনারেল জয় শাহ। বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সম্প্রতি ২০২৩ ও ২০২৪ এর জন্য এসিসির ক্রিকেট ক্যালেন্ডার ও পাথওয়ে স্ট্রাকচার প্রকাশ করেছে। যেখানে উল্লেখ আছে এশিয়া কাপের কথা।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাহরাইন, সৌদি আরব, ভুটান, চীন, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, ইরান ও আরও দুই কোয়ালিফাইং দল নিয়ে হবে ৫০ ওভারের চ্যালেঞ্জার্স কাপ। মার্চে অঞ্চল ভিত্তিক ৮ দল নিয়ে হবে অনূর্ধ্ব-১৬ রিজিওনাল কাপ (৩৫ ওভারের)।
এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত, নেপাল, কুয়েত, কাতার, ওমান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুই কোয়ালিফাইং দল নিয়ে হবে ৫০ ওভারের প্রিমিয়ার কাপ। জুনে নারীদের ৮ দল (ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, থাইল্যান্ড, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া) নিয়ে হবে উইমেন্স টি-টোয়েন্টি ইমার্জিং টিম এশিয়া কাপ।
জুলাইয়ে হবে পুরুষদের ইমার্জিং টিম এশিয়া কাপ (৫০ ওভারের)। যেখানে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল, বাংলাদেশ ‘এ’ দল ও ৩ কোয়ালিফাইং দল খেলবে।
সেপ্টেম্বর মাঠে গড়াবে পুরুষদের এশিয়া কাপ। যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও থাকবে এক কোয়ালিফাইং দল। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকবে কোয়ালিফাইং এক দল। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
Presenting the @ACCMedia1 pathway structure & cricket calendars for 2023 & 2024! This signals our unparalleled efforts & passion to take this game to new heights. With cricketers across countries gearing up for spectacular performances, it promises to be a good time for cricket! pic.twitter.com/atzBO4XjIn
— Jay Shah (@JayShah) January 5, 2023
অক্টোবরে বাহরাইন, সৌদি আরব, ভুটান, চীন, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, ইরান ও ২ কোয়ালিফাইং দল নিয়ে হবে মেন্স অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার্স কাপ। সংযুক্ত আরব আমিরাত, নেপাল, কুয়েত, কাতার, ওমান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুই কোয়ালিফাইং দল নিয়ে হবে মেন্স অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার কাপ।
ডিসেম্বর ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ৩ কোয়ালিফাইং দল নিয়ে হবে মেন্স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
২০২৪ এর ফেব্রুয়ারিতে এশিয়ার অ্যাসোসিয়েট দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে ১৪ থেকে ২৩ এ থাকা দলগুলো নিয়ে হবে মেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার কাপ। মার্চে এশিয়াতে নারী দলের মধ্যে ৯ থেকে ১৮ র্যাংকিংয়ে থাকা অ্যাসোসিয়েট দলগুলোর মধ্যে হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ।
এপ্রিলে এশিয়ার অ্যাসোসিয়েট দলগুলোর মধ্যে ৬ থেকে ১৩ র্যাংকিংয়ে থাকা দল ও দুই কোয়ালিফাইং দল খেলবে মেন্স টি-টোয়েন্টি প্রিমিয়ার কাপ।
মে মাসে উইমেন্স টি-টোয়েন্টি প্রিমিয়ার কাপে অংশ নেবে এশিয়ার উইমেন্স অ্যাসোসিয়েট দলগুলোর মধ্যে ৫ থেকে ৮ নম্বরে থাকা দল ও দুই কোয়ালিফাইং দল। সেপ্টেম্বরে উইমেন্স টি-টোয়েন্টি এশিয়া কাপে অংশ নিবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দুই কোয়ালিফাইং দল।
অক্টোবরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ৩ কোয়ালিফাইং দল নিয়ে হবে মেন্স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
ডিসেম্বরে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও ৩ কোয়ালিফাইং দল নিয়ে হবে মেন্স টি-টোয়েন্টি ইমার্জিং টিম এশিয়া কাপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার পাথওয়ে ঠিক করে দিয়েছে এসিসি। বাহরাইন, সৌদি আরব, ভুটান চীন, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, ইরান ও আরও দুই দল খেলবে মেন্স চ্যালেঞ্জার্স কাপে। সেখান থেকে উইনার ও রানার আপ দল অংশ হবে মেন্স প্রিমিয়ার কাপের। যেখানে আগে থেকেই আছে সংযুক্ত আরব আমিরাত, নেপাল, কুয়েত, কাতার, ওমান, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। প্রিমিয়ার কাপে জয়ী দল খেলবে পুরুষদের এশিয়া কাপে। তাছাড়া পুরুষদের ইমার্জিং টিম এশিয়া কাপে অংশ নিতে পারবে প্রিমিয়ার কাপের উইনার, রানার আপ ও ৩য় দল। নারীদের ক্ষেত্রেও এমন পাথওয়ে নির্দিষ্ট করেছে এসিসি।