

দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দলের সঙ্গে ৩ ক্রিকেটারকে যুক্ত করেছে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
মির হামজা, সাজিদ খান ও শাহনেওয়াজ দাহানি যুক্ত হয়েছেন পাকিস্তানের টেস্ট স্কোয়াডে।
Three players added to Pakistan Test squad
More details ➡️ https://t.co/jbaztu926i#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/7lXFPzVPTn
— Pakistan Cricket (@TheRealPCB) December 24, 2022
প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি, সাথে দুই নির্বাচক আব্দুল রাজ্জাক, রাও ইফতেখার আনজুমের সঙ্গে অধিনায়ক বাবর আজম ভিডিও কলে যুক্ত হন। আলোচনা শেষে ৩ ক্রিকেটার যুক্ত হবার খবর আসে।
শহীদ আফ্রিদি বলেন, ‘স্কোয়াড নিয়ে আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা সম্মত হই যে আমাদের বোলিং ডিপার্টমেন্টকে শক্ত করার দরকার আছে ম্যাচে ২০ উইকেট নেবার জন্য। তাই সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্স আমলে নিয়ে আমরা ফাস্ট বোলার মির হামজা, শাহনেওয়াজ দাহানি ও স্পিনার সাজিদ খানকে যুক্ত করেছি।’
‘আমি নিশ্চিত এই ৩ ক্রিকেটারের যুক্ত হবার পর বাবর আজমের সামনে বাড়তি বোলিং রিসোর্স থাকবে এবং প্রথম টেস্টের জন্য সেরা একাদশ গড়তে সহায়ক হবে।’
কায়েদে আজম ট্রফিতে ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন মির হামজা। ৭ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন সাজিদ খান। শাহনেওয়াজ দাহানি অবশ্য জাতীয় দলের অংশ হওয়ায় ২ টি চারদিনের ম্যাচের বেশি খেলতে পারেননি।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম উল হক, কামরান গুলাম, মির হামজা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নওমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহনেওয়াজ দাহানি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।