প্রয়োজনে ইংল্যান্ডের কৌশলে বাংলাদেশের বিপক্ষে এগোবে ভারত

featured photo updated v 13
Vinkmag ad

ধীরগতির টেস্ট ক্রিকেটকে ছুটিতে পাঠিয়ে নিজস্ব স্টাইলে আগ্রাসী ক্রিকেটের দুয়ার খুলেছে ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে এই কৌশল ব্যবহার করে সাফল্যের দেখাও পেয়েছে তারা। সাফল্যের এমন সব কৌশল প্রতিটি দল থেকেই নেওয়ার চেষ্টা করে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রয়োজন হলে সে পথ বেছেও নিতে পারে, এমন আভাস দিয়ে রেখেছে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকার কথা বাংলাদশের। তবে সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। একদিন পরই যে নামতে হচ্ছে সদা পোশাকের লড়াইয়ে। আর সাদা পোশাকের ক্রিকেট মানেই টাইগারদের মুখ থুবড়ে পড়া।

১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসেন অধিনায়ক লোকেশ রাহুল। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা চোটে পড়ে দেশে ফেরায় আপাতত দায়িত্ব তার কাঁধে।

রাহুলকে প্রশ্ন করা হয় ইংল্যান্ডের মতো আগ্রাসী ক্রিকেটের ঝলক কি ভারতও দেখাবে? ব্যাটিং শক্তির দিক থেকে তাদের যে সেরকম সামর্থ্য আছে তা তো সবারই জানা। তবে ভারত কাপ্তান বলছেন প্রতিটি দলের সাফল্যের নতুন নতুন উপায় থেকে তারাও শেখেন। যদিও সেটার প্রয়োগ নির্ভর করছে কন্ডিশনের উপর।

তার ভাষায়, ‘আমার মনে হয়, সেটি তাদের (ইংল্যান্ড) জন্য কাজ করছে। প্রতিটি দলেরই নিজস্ব উপায় আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে। যেমনটি বললাম, সব সময় আপনি একই অ্যাপ্রোচে এগোতে পারবেন না। আপনি কোথায় আছেন, কন্ডিশন কেমন (এগুলো বিবেচনায় নিতে হবে)।’

৯৭ প্রতিবেদক

Read Previous

নভেম্বর মাসের সেরা জস বাটলার, সিদ্রা আমিন

Read Next

আরেক দফা স্ক্যান করাতে হল সাকিবের

Total
0
Share