‘ইশান জীবনে আর এমন ইনিংস খেলতে পারবে কিনা সন্দেহ আছে’

3
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি হাঁকান ইশান কিশান। চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং বান্ধব, তবে সেদিন এই ভারতীয় ব্যাটার যা করেছেন তার ব্যাখ্যা পাওয়া কঠিন। বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে রীতিমতো ঝড় তুলেছেন। টাইগার পেসার তাসকিন আহমেদ তাকে কৃতিত্ব দিলেও ভবিষ্যতে এমন আরেকটি ইনিংস দেখার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

প্রথম দুই ওয়ানডেতে সুযোগ না পাওয়া ইশানের কপাল খোলে অধিনায়ক রোহিত শর্মা চোটে পড়াতে। ক্যারিয়ারের মাত্র ১০ম ওয়ানডে খেলতে নেমে এই বাঁহাতি ব্যাটার লণ্ডভণ্ড করে দেন বাংলাদেশের বোলিং লাইআপ।

১২৬ বলে তুলে নেন ডাবল সেঞ্চুরি, যা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডে পরিণত হয়েছে। সবমিলিয়ে ১৩১ বলে ২৪ চার ১০ ছক্কায় ২১০ রান করে আউট হন ইশান। তার ডাবল সেঞ্চুরির সাথে ভিরাট কোহলির ১১৩।

ভারত পায় ৮ উইকেটে ৪০৯ রানের পাহাড়সম সংগ্রহ। বাংলাদেশ ১৮২ রানে গুটিয়ে ম্যাচ হেরেছেন ২২৭ রানের বড় ব্যবধানে। আগের দুই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে বাংলাদেশের।

চট্টগ্রামেই ১৪ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ পেসার তাসকিনকে মানসিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে ভারতীয় ব্যাটারদের জন্য কতটা তৈরি তারা?

এমন প্রশ্নের জবাবেই ইশানকে নিয়ে মন্তব্য তাসকিনের, ‘যখন আমরা বড় বড় স্পোর্টিং উইকেটে খেলি। দেখা গেছে উইকেট খুব ভাল থাকে। যদিও এটা একটু বেশি ফ্ল্যাট।’

‘ইশান কিশানকে কৃতিত্ব দিতে হয় ও অনেক ভাল ব্যাট করেছে ওইদিন। ওর দিন ছিল। এটাও বলতে হয় জীবনে এরকম আরেকটা ইনিংস ও খেলতে পারবে কিনা এটা সন্দেহ। এটা ওর দিন ছিল।’

এমনিতে বাংলাদেশে অতি মাত্রায় পেস বান্ধব উইকেট বানানো হয় না কখনোই। যদিও সাম্প্রতিক সময়ে অন্তত স্পোর্টিং উইকেটে মনযোগ দিচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। নিজের সহায়ক উইকেট না পেলেও ভালো করার সব রকমের চেষ্টা থাকে বলছেন তাসকিন।

তার ভাষায়, ‘এটা তো ভাই সব পেসারের ইচ্ছা থাকে সবুজ উইকেটে বল করতে। কন্ডিশন তো হাতে নাই। অনেক সময় সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ওসব জায়গায় গিয়েও স্লো বা ফ্ল্যাট ট্র্যাক পাই। এটা নিজেদের অ্যাডাপ্টেশন বা নিজেদের ওরকম স্কিলফুল বানানো যে উইকেট যেমনই হোক ভাল করতে পারি।’

‘আমাদের আরও উন্নতি করা উচিত যে ফ্ল্যাট ট্র্যাক বা সবুজ উইকেট দুইটা দিতেই প্রতিপক্ষ একটু চিন্তা করে। আমরা আমাদের ঘাটতিগুলো পূরণ করতে পারি…বড় বোলার যারা টেস্টে ওরা ফ্ল্যাট ট্র্যাকেও তো পাঁচ উইকেট পায়। ওটা চিন্তা না করে নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টে ফোকাস দিলে ভাল হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

চট্টগ্রাম টেস্টের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি

Read Next

পিএসএল প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে ২৪ বাংলাদেশি ক্রিকেটার

Total
0
Share