

রাওয়ালপিন্ডি টেস্টের পর মুলতান টেস্টেও জয় তুলে নিল বেন স্টোকসের ইংল্যান্ড। করাচিতে শেষ টেস্টের আগেই সিরিজে পরাজিত দলের নাম নিশ্চিত হল- পাকিস্তান। জয়ের আশা জাগিয়েও মুলতানে পেরে উঠল না বাবর আজমের দল।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮১ এর জবাবে পাকিস্তানের ২০২। ৭৯ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে জমা করে ২৭৫ রান। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৫৫।
৬৪ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করে পাকিস্তান। জয় থেকে ১৫৭ রান দূরে থেকে ৪র্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান।
তবে দিনের শুরুতেই ফেরেন ফাহিম আশরাফ। জো রুটের ৫০ তম টেস্ট শিকার হবার দিনে ১০ রান করতে পারেন ফাহিম। সেখান থেকে পাকিস্তানকে এগিয়ে নেন সউদ শাকিল ও মোহাম্মদ নওয়াজ। এই দুজনের জুটিতে আসে ৮০ রান।
যখন পাকিস্তান বেশ স্বস্তিতে, তখনই লাঞ্চের আগে মার্ক উডের জোড়া আঘাত। ৪৫ রান করা নওয়াজ ও ৯৪ রান করা শাকিলকে ফেরান সাজঘরে। ম্যাচে দারুণভাবে ফেরে পাকিস্তান। যদিও সউদ শাকিলের উইকেট নিয়ে হচ্ছে বিতর্ক।
The ball that ended Saud Shakeel’s fantastic innings. #PAKvENG | #UKSePK pic.twitter.com/kssvis9RdH
— Pakistan Cricket (@TheRealPCB) December 12, 2022
৭ উইকেটে ২৯১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। জয়ের জন্য তখনও দরকার ছিল ৬৪ রান, ইংল্যান্ডের ৩ উইকেট।
লাঞ্চের পর ম্যাচে ১১ উইকেট নেওয়া আবরার আহমেদ ১২ বলে ১৭ রান করে ম্যাচ ঘুরিয়ে দেবার চেষ্টা করেন। তবে তাকে থামান অ্যান্ডারসন। দারুণ এক ডেলিভারিতে জাহিদ মাহমুদকে রানের খাতা খুলতে দেননি মার্ক উড।
আগা সালমান (২০*) চেষ্টা করেছেন বটে, তবে লোয়ার অর্ডারের ব্যর্থতায় ৩২৮ এই থামে পাকিস্তানের ইনিংস। ২৬ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ২য় ইনিংসে দাপুটে সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হন হ্যারি ব্রুক।
১৯৫৯ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা ৩ টেস্টে হারল পাকিস্তান। টেস্টে পাকিস্তানের মাটিতে এটি ইংল্যান্ডের ৪র্থ টেস্ট জয়, যার দুইটি এই সিরিজে।
Hard-fought Test match ????
Congratulations to @englandcricket on winning the series.#PAKvENG | #UKSePK pic.twitter.com/7Ays6MOagD
— Pakistan Cricket (@TheRealPCB) December 12, 2022
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড ২৮১/১০ ও ২৭৫/১০ (৬৪.৫), ক্রাউলি ৩, ডাকেট ৭৯, জ্যাকস ৪, রুট ২১, ব্রুক ১০৮, পোপ ৪, স্টোকস ৪১, রবিনসন ৩, উড ৬, লিচ ০*, অ্যান্ডারসন ৪; আবরার ২৯-৩-১২০-৪, নওয়াজ ১০-০-৪২-১, জাহিদ ১০.৫-১-৫২-৩
পাকিস্তান ২০২/১০ ও ৩২৮/১০ (১০২.১), শফিক ৪৫, রিজওয়ান ৩০, বাবর ১, শাকিল ৯৪, ইমাম ৬০, ফাহিম ১০, নওয়াজ ৪৫, সালমান ২০*, আবরার ১৭, জাহিদ ০, আলি ০; রবিনসন ১৪.১-৩-২৩-২, লিচ ২৬-০-১১৩-১, রুট ২১-৩-৬৫-১, উড ২১-২-৬৫-৪, অ্যান্ডারসন ১৬-১-৪৪-২
ফলাফলঃ ইংল্যান্ড ২৬ রানে জয়ী, সিরিজে ২-০ তে এগিয়ে।