

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ব্রিসবেনের গ্যাবায় মাঠে নামা হচ্ছে বা এই ৩১ বছর বয়সীর। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন তিনি।
জশ হ্যাজেলউড ছিটকে গেলেও ফিরছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কোয়াড ইনজুরির কারণে শেষ ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।
প্যাট কামিন্স ফেরাতে তৃতীয় পেসারের জায়গা নিতে লড়াইটা মাইকেল নেসের ও স্কট বোল্যান্ডের মধ্যে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘প্যাট কামিন্সের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার সে ভালোভাবে বল করতে পেরেছে। এই ম্যাচে সে খেলবে, তবে হ্যাজেলউডের সেরে উঠতে আরেকটু সময় লাগবে। সেটা মাথায় রেখেই আমরা স্কোয়াডে মাইকেল নেসের ও ল্যান্স মরিসকে রেখে দিয়েছি।’
‘মাইকেল অ্যাডিলেডে (পিংক বল টেস্ট) দারুণ বল করেছে, স্কট বোল্যান্ডও। আমরা বরাবরের মতই তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ল্যান্স দারুণ এক প্রস্পেক্ট, স্কোয়াডে থাকলে সে লাভবান হবে।’
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড-
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, ল্যান্স মরিস, মাইকেল নেসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।