

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল তো বটেই, খেলার জগতে অন্যতম সেরা অ্যাথলেট। অনেকে তো তাকে সর্বকালের সেরা বলেই মানেন। ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলিও তার ব্যতিক্রম নন।
চলমান ফিফা বিশ্বকাপ ২০২২ এর কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ধারণা করা হচ্ছে ৩৭ বছর বয়সী রোনালদোর এটিই শেষ বিশকাপ। ৫ ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার রোনালদোর ট্রফি কেবিনেটে থাকছে না কোন বিশ্বকাপ।
তবে তাতে থোড়াই কেয়ার ভিরাট কোহলির। তিনি বলছেন বিশ্বজুড়ে রোনালদোর যে প্রভাব তাতে বিশ্বকাপ না জেতা কোন ব্যাপার হতে পারে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিরাট কোহলি লিখেছেন, ‘তুমি এই খেলার জন্য এবং বিশ্বজুড়ে খেলার সমর্থকদের জন্য যা করেছো তাতে কোন ট্রফি বা অন্য কোন শিরোপা না পাওয়া তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় না। তোমার খেলা দেখে আমি সহ বিশ্বের অনেকে যা অনুভব করে তার প্রভাব কোন শিরোপা বর্ণনা করতে পারবে না। এটা সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া উপহার।
একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবার তার হৃদয় দিয়ে খেলেন এবং কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তুমি আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
(2/2) A real blessing to a man who plays his heart out every single time and is the epitome of hard work and dedication and a true inspiration for any sportsperson. You are for me the greatest of all time. ???????? @Cristiano
— Virat Kohli (@imVkohli) December 12, 2022