পিংক বল টেস্টে অস্ট্রেলিয়ার ৪১৯ রানের রেকর্ড জয়

featured photo updated v 12

অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ৪১৯ রানের জয়ে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। ট্রাভিস হেডের হাতে ওঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আর সিরিজ সেরা ক্রিকেটার মারনাস লাবুশেইন।

শেষ ইনিংসে ৪৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। সফরকারীদের ৪১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-০’তে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার ২০ রানের অঙ্কও স্পর্শ করতে পারেননি। ডাক হয়েছেন ৩ ব্যাটার, এক সংখ্যার ঘরে থামতে হয় আরও ৩ জনকে।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক,মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড তিনটি করে এবং নাথান লায়ন একটি উইকেট শিকার করেছেন।

প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৫১১ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ২১৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। লিডে থাকা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৯ রানে ফের ডিক্লেয়ার ঘোষণা করে। ৪৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিনে ৭৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ১৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলা ট্রাভিস হেড ২য় ইনিংসে অপরাজিত থাকেন ৩৮ রানে। তার হাতেই ওঠল ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার। দুই টেস্টের মধ্যে ১ ডাবল ও ২ সেঞ্চুরি হাঁকিয়ে মোট ৫০২ রান করা মারনাস লাবুশেইন হলেন সিরিজ সেরা ক্রিকেটার।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াডে যুক্ত হল ৪ ক্রিকেটার

Read Next

রোনালদোকে নিয়ে কোহলির আবেগঘন বার্তা

Total
0
Share