

বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন মোট চার ক্রিকেটার। ইনজুরিতে ছিটকে পড়া মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার জায়গায় ঢুকলেন নবদ্বীপ সাইনি ও সৌরভ কুমার। ব্যাকআপ পেসার হিসেবে দলে রাখা হয়েছে জয়দেব উনাদকাটকে। ইতিমধ্যেই ইনজুরড রোহিত শর্মার কভার হিসেবে অভিমন্যু ইশ্বরনকে ডাকা হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে স্কোয়াডের পরিবর্তন জানালো,
‘প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। নেতৃত্বে লোকেশ রাহুল। বদলি হিসেবে অভিমন্যু ইশ্বরনকে যুক্ত করা হয়েছে। টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাদের জায়গায় এসেছেন নবদ্বীপ সাইনি ও সৌরভ কুমার। নির্বাচক কমিটি টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াডে পেসার জয়দেব উনাদকাটকেও যোগ করেছে।’
The selection committee has also added fast bowler Jaydev Unadkat to India’s squad for the Test series.
More details here – https://t.co/LDfGOYmMkz #BANvIND https://t.co/beOdgO2SYX
— BCCI (@BCCI) December 11, 2022
ছায়া সফরে বাংলাদেশ ‘এ’-এর বিরুদ্ধে চার দিনের সিরিজে ভারত ‘এ’-কে ১-০ ব্যবধানে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন অভিমন্যু ইশ্বরন, রোহিত শর্মার কভার হিসাবে ডাকা হয়েছে তাকে। চোট নিয়ে মুম্বাইতে ফিরে গেছেন অধিনায়ক রোহিত। দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরিভাবে ফিট হলে বাংলাদেশে ফিরবেন।
পুরো সিরিজ থেকে ছিটকে পড়া রবীন্দ্র জাদেজার জায়গায় সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার রয়েছেন। দুটি লাল বলের ম্যাচে মোট ১৫ উইকেট নিয়ে সৌরভ ‘এ’ দলের সফর শেষ করেছেন। দাপট দেখিয়েছেন নবদ্বীপ সাইনিও। আর তাতেই প্রথমবারের মতো সাদা পোশাকের দলে পেয়ে যান ডাক।
৩১ বছর বয়সী উনাদকাটের এটি টেস্ট স্কোয়াডে দ্বিতীয় ডাক। এই ফরম্যাটে তার একমাত্র উপস্থিতি ১২ বছর আগে, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি একজন কিশোর হিসেবে জাতীয় দলে। সেই টেস্টে, সেঞ্চুরিয়নে তিনি ১০১ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি। ভারত ইনিংস এবং ২৫ রানে হেরেছিল।
১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় ও শেষ টেস্ট, এই ম্যাচ খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, নবদ্বীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।