
ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট। বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াডে মোহাম্মদ শামির স্থলাভিষিক্ত হবেন তিনি। এটি উনাদকাটের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন। উনাদকাটের ফেরা দেখে করুণ নায়ার প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি রঞ্জি ট্রফির দল থেকে পড়েছেন বাদ। আরেকটা সুযোগের অপেক্ষায় নায়ার।
করুণ নায়ারও উনাদকাটের মতো একই পরিণতি ভোগ করেছেন। দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরির পরে, তিনি খুব কমই ভারতীয় দলে সুযোগ পান। তবে উনাদকাটের মতো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন না করুণ।
৩১ বছর বয়সী উনাদকাটের এটি টেস্ট স্কোয়াডে দ্বিতীয় ডাক। এই ফরম্যাটে তার একমাত্র উপস্থিতি ১২ বছর আগে, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি একজন কিশোর হিসেবে জাতীয় দলে। সেই টেস্টে, সেঞ্চুরিয়নে তিনি ১০১ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি। ভারত ইনিংস এবং ২৫ রানে হেরেছিল।
করুণ নায়ারকে এই মৌসুমে কর্ণাটক সাদা বলের ফরম্যাটের জন্য বিবেচনা করেনি। এটা করুণ নায়ারের জন্য বড় ধাক্কা। এমনকি রঞ্জি স্কোয়াডেও তাকে বাছাই করা হয়নি। এই সব কিছু ঘটার পরেও তিনি প্রত্যাবর্তনের জন্য অনুপ্রাণিত উনাদকাটের জাতীয় দলে ফেরা দেখে। প্রত্যাবর্তনের আশা করতেই পারেন করুণ তার এখনও বয়স রয়েছে ২২ গজ মাতানোর।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের এক বার্তায় করুণ নায়ার লিখেন,
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।’
Dear cricket, give me one more chance.????????
— Karun Nair (@karun126) December 10, 2022
ভারতের হয়ে ৬ টেস্ট ও ২ ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেন করুণ নায়ার। ২০১৬ এর নভেম্বরে জিম্বাবুয়ের মাঠে ওয়ানডেতে অভিষেক। সিরিজের দ্বিতীয় ম্যাচেই থেমে যায় তার ওয়ানডে ক্যারিয়ার। একই বছর হোমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক।
ভারতের জার্সিতে মোট ছ’টি টেস্ট খেলে করুণ করেছেন মোট ৩৭৪ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রান করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি! কিন্তু ২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর ভারতীয় দলের জার্সি পরে আর লাল বলের ক্রিকেট খেলেননি।