

আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর জন্য শক্তপোক্ত দলই গড়েছে রংপুর রাইডার্স। ড্রাফটের আগে ও পরে বিদেশি রিক্রুট সরাসরি দলে টেনে প্রশংসা কুড়ানো দলটা এবার দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে।
বেনি হাওয়েলকে স্বাগত জানিয়ে রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘আবারও ঘরে ফেরায় স্বাগত বেনি হাওয়েল। আনন্দের সঙ্গে জানাচ্ছি ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল আরও একবার রংপুর রাইডার্সের হয়ে খেলবে।’
???????????????????????????? ???????????????? ????????????????, ???????????????????? ????????????????????????! ????????
It is our pleasure to announce that, English all-rounder @bennytweets_ will play for Rangpur Riders once again! #Joyerlorai #BPL2023 pic.twitter.com/NfYw2cRKeD
— Rangpur Riders (@RangpurRider) December 10, 2022
২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে ৮ ম্যাচ খেলেছিলেন বেনি হাওয়েল। বল হাতে ওভারপ্রতি ৫.৬৪ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাট হাতে ১৩০.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৯৪ রান।
রংপুর রাইডার্স ছাড়াও বিপিএলে খুলনা টাইটান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী হাওয়েল।
রংপুর রাইডার্স স্কোয়াড-
নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), মেহেদী হাসান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী, পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, আলাউদ্দিন বাবু, রবিউল হক ও বেনি হাওয়েল (ইংল্যান্ড)।