

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪১০ রান তাড়া করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস বলছেন বেশ কঠিন হলেও জয়ের জন্যই তারা চেষ্টা করেছেন। এ কারণেই আক্রমণাত্মক ব্যাটিং, অল্প রানে গুটিয়ে যাওয়া। যদিও নিজের স্বাভাবিক সামর্থ্যের কথাও জানান লিটন। তার মতে বাংলাদেশ ৩০০-৩৫০ পর্যন্ত তাড়া করার সামর্থ্য রাখে।
ওয়ানডেতে ৩৫০ তারা করা স্বাভাবিক ঘটনা। আধুনিক ক্রিকেটে ৪০০ তাড়া করে জেতার রেকর্ডও আছে। তবে বাংলাদেশের তবে বাংলাদেশ এখনো ৩৫০ তাড়া করেই জিততে পারেনি। এমনকি আগে ব্যাট করেও ছুঁতে পারেনি ৩৫০। টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ৮ উইকেটে ৩৩৩।
ইশান কিশানের অতিমানবীয় ২১০ রানের ইনিংসের সাথে ভিরাট কোহলির ১১৩। ৮ উইকেটে ৪০৯ রানের সংগ্রহ পায় ভারত। এমন ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবেনি টিম বাংলাদেশ। অন্তত ড্রেসিং রুমে সে বার্তাটাই দিয়েছেন অধিনায়ক লিটন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসেও সেই ছাপ দেখা গেছে, তাড়াহুড়ো, আক্রমণাত্মক ব্যাটিং।
১৮২ রানে অলআউট হয়ে ২২৭ রানের বড় ব্যবধানে টাইগারদের হার। আগের দুই ম্যাচ হারা ভারত এ জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো। লিটনের দাবি উইকেট ধরে জয়ের জন্য না খেললে ৩২০ তারা অনায়েসেই করতে পারতো। চট্টগ্রামের উইকেট যে ব্যাটিং স্বর্গ হয়ে প্রস্তুত ছিল।
বাংলাদেশ কাপ্তানের ভাষায়, ‘আজকে (১০ ডিসেম্বর) যদি ধরে খেলতাম, তাহলে হয়তো আমরা ৩০০ বা ৩২০ রান করতাম। কিন্তু দিন শেষে ম্যাচ হারতাম। আমরা আজকে কখনোই ম্যাচ হারার জন্য ব্যাটিং করিনি। চেষ্টা করেছি, যখনই যে ব্যাটসম্যান যাবে, সে জেতার জন্য খেলবে।’
নিজেদের সামর্থ্যের ব্যাপারে একটা ধারণা অবশ্য দিয়েছেন পরের কথাতে, ‘৪০০ তাড়া করতে গেলে তো বিশাল চাপ থাকেই। (ভারত) ৩০০-৩৫০ করলে চিত্রটা ভিন্ন হতে পারত। আমাদের যে ৩০০-৩৫০ এর ভেতরে (রান তাড়ার) সামর্থ্য আছে, আমার মনে হয় না এটা নিয়ে কোনো সংশয় আসবে।’