ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও পরাজিত দলে নিগার

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও পরাজিত দলে নিগার
Vinkmag ad

নিউজিল্যান্ড সফরে গিয়ে কোনমতেই জ্বলে উঠতে পারছেন না বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও সেই একই হাল। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন বটে, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। তবে শুরুটা হয়নি মনমতো। ১০ রান তুলতেই নেই দুই উইকেট। ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা ফারজানা হক ফিরেছেন ১ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে অবশ্য রানের দেখা পায় দল। ওপেনার শারমিন আক্তারকে নিয়ে ৬৪ রান যোগ করেন নিগার সুলতানা জ্যোতি। ৬৩ বলে ১ চারে ২৯ রান করে শারমিন ফিরলে ভাঙে জুটি।

এরপর লতা মন্ডলের সঙ্গেও ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাঘিনীরা। নিগার সুলতানা সহ ৩ ব্যাটার হন রান আউট। ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০ এর বেশি করতে পারেনি তারা।

১৩৩ বলে ৪ চার ও ১ ছয়ে ৭৩ রান করেন নিগার। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন জেস কের।

জবাব দিতে নেমে সুজি বেটসের ৯১ বলে অপরাজিত ৯৩, ম্যাডি গ্রিনের ৭০ বলে অপরাজিত ৫৯ এ চড়ে ১৯ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। সোফি ডিভাইন ও অ্যামেলিয়া কেরকে সাজঘরে ফিরিয়েছিলেন জাহানারা আলম, সেটিও টানা দুই বলে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো অব্দিই। বাকিটা সময় আর কোন সম্ভাবনা ই জাগেনি।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ নারী দল ১৮০/৮ (৫০), মুর্শিদা ১, শারমিন ২৯, ফারজানা ১, নিগার ৭৩, লতা ২২, রুমানা ৯, রিতু ১৫, নাহিদা ১, রাবেয়া ৪*, মারুফা ৪*; কের ১০-৪-২৩-৪, জোনাস ৯-০-৪২-১

নিউজিল্যান্ড নারী দল ১৮১/২ (৩১), সোফি ২১, বেটস ৯৩*, কের ০, গ্রিন ৫৯*; জাহানারা ৮-০-৩২-২

ফলাফলঃ নিউজিল্যান্ড নারী দল ৮ উইকেটে জয়ী।

৯৭ ডেস্ক

Read Previous

ট্রিপল সেঞ্চুরিও সম্ভব ছিল বলছেন ইশান

Read Next

‘বাংলাদেশ ৩৫০ পর্যন্ত তাড়া করতে পারবে’

Total
0
Share