স্থায়ী নেতৃত্বকে ‘হ্যাঁ’ বলছেন লিটন দাস

স্থায়ী নেতৃত্বকে 'হ্যাঁ' বলছেন লিটন দাস
Vinkmag ad

তামিম ইকবালের চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিতের পর হোয়াইট ওয়াশের সুযোগও ছিল। যদিও ইশান কিশানের অতি মানবীয় ইনিংসে শেষ ম্যাচটি জিতেছে ভারত। ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন বলছেন ভবিষ্যতে স্থায়ী অধিনায়কত্বের সুযোগ আসলেও করতে চান।

এই সিরিজের আগে লিটনের নেতৃত্ব অভিজ্ঞতা বলতে মাহমুদউল্লাহ রিয়াদের চোটে ২০২১ সালে একটি টি-টোয়েন্টি। এর বাইরে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি তিন দিনের ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন বলেছেন আগের দুইটি ভ্যাকেশন ক্যাপ্টেন্সি। তবে এবার যেহেতু পুরো সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছেন কিছু একটা করে দেখাতে চান। মিরপুরে প্রথম দুই ম্যাচে জিতে লিটনের সেই ‘কিছু একটা’ সিরিজ জয়ে পরিণত হয়েছে।

আজ চট্টগ্রামে ইশান কিশানের ঝড়ের দিনে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এতে অবশ্য ম্লান হচ্ছে না ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। নিজের প্রথম পূর্ণাঙ্গ সিরিজে সফল লিটন কি ভবিষ্যতে স্থায়ী অধিনায়কত্ব করতে চান?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ অবশ্যই। যদি বিসিবি আমাকে সুযোগ দেয়, আমি একই ব্যাপার করবো। আমি আজকে খুশি নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য।’

সিরিজ জয়ের বিশ্বাসটা কেমন ছিল শুরুর দিকে? এই প্রশ্নের জবাবে লিটন শোনালেন আত্মবিশ্বাসের গল্প।

তার ভাষায়, ‘প্রথম সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলাম, ওই বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিল ট্রফি রাখতে চান কি না, আমি বলেছিলাম অবশ্যই। অধিনায়ক হিসেবে অথবা ক্রিকেটার, যখন অংশ নেবেন। এরকম বড় সিরিজ জেতার আশা করবেনই।’

লক্ষ্যটা যখন ৪১০ তখনই অর্ধেক ম্যাচ হেরে বসার কথা। বাংলাদেশ ড্রেসিংরুমে বার্তাটা কি ছিল? লিটন বলছেন জয়ের বাইরে তাদের ভাবনায় কিছুই ছিল না।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘৪০০ রানের পর দলের মধ্যে কথা একটাই ছিল-আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। আক্রমণের সঙ্গে উইকেট রাখার চিন্তা ছিল। তবে আপনি যখন আক্রমণ করবেন, কিছু সময় উইকেট চলেই যাবে।’

‘যদি জিনিসটা এমন হতো ২০ ওভারে ১২০ রানে ১ উইকেট; তখন ব্যাপারটা আলাদা হতো। এটা আমরা করতে পারিনি। পরে যদি কখনো এমন অবস্থা হয় ৩৬০-৭০ হয়, এরকম ক্রিকেটই খেলবো। নিশ্চিত করবো যেন হাতে উইকেট থাকে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘ভারতের পাইপলাইন গভীরতা নয়, দিনটাই ইশানের ছিল’

Read Next

ট্রিপল সেঞ্চুরিও সম্ভব ছিল বলছেন ইশান

Total
0
Share