

ইশান কিশান নিজের দিনে কি করতে পারে তা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েকবার প্রমাণ করেছেন। জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ারে ইতোমধ্যে সে ছাপ রেখেছেনও। কিন্তু আজ (১০ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে যা করেছেন তা ক্রিকেটেই হয় কালে-ভদ্রে। ২১০ রানের ইনিংসে রীতিমতো বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন এই ব্যাটার। স্বাগতিক অধিনায়ক লিটন দাসের সহজ স্বীকারোক্তি দিনটা ইশানেরই ছিল।
রোহিত শর্মা চোটে না পড়লে আজ তৃতীয় ওয়ানডেতে ইশানের খেলার কথাই ছিল না। আগের দুই হারা ম্যাচেও ছিলেন না একাদশে। আজ সুযোগ পেয়ে এই বাঁহাতি ব্যাটার যা করেছেন তা ক্রিকেট অনুরাগীরা মনে রাখবে অনেকদিন, ইতিহাসে লেখা থাকবে মোটা অক্ষরে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই রান প্রসবা। তবে ইশানের দিনে আজ অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল। তরুণ এই ভারতীয় ডাবল সেঞ্চুরির সাথে ভিরাট কোহলির ৪৪ তম সেঞ্চুরি, স্কোরবোর্ডে ৮ উইকেটে ৪০৯ রান।
১২৬ বলে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ওয়ায়নডেতে এখন দ্রুততম ডাবল সেঞ্চুরিয়ান ইশান কিশান। এই ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম ব্যাটারও তিনি। কোহলির সাথে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৯০ রান যা বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
২১০ রানের ইনিংস খেলার পথে ইশান ১৩১ বলে হাঁকান ২৪ চার ও ১০ ছক্কা। কোনো বোলারকেই এ দিন পাত্তা দেননি। তার হাত থেকে রেহাই পায়নি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ থেকে এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদ কেউই।
৪১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ২২৭ রানে জিতে হোয়াইট ওয়াশ এড়িয়ে ভারত।
রোহিতের চোটে সুযোগ পাওয়া ইশান কিশান কি বাংলাদেশ ও ভারতের পাইপলাইন তথা বেঞ্চের গভীরতার পার্থক্য তুলে ধরে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় তামিম ইকবালের চোটে এই সিরিজে অধিনায়কত্ব করা লিটন দাসকে। তবে তিনি এমনটা মনে করেন না, দিনটা স্রেফ ইশানের ছিল বলে মনে করেন তিনি।
লিটনের ভাষ্য, ‘আমার কাছে মনে হয় না (বেঞ্চের গভীরতার পার্থ্যক্য)। আমার কাছে মনে হয় সে ভালো ক্রিকেট খেলেছে আজকে। দিনটা তার ছিল। সব ধরণের বলেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরেছে সে।’
‘একটা ব্যাটারের দিনটা নিজের নাহলে এভাবে প্রতিটি বলে বলে স্কোর, বাউন্ডারি হাঁকানো সম্ভব না। অবশ্যই সে ভালো পর্যায়ের ক্রিকেট খেলে নাহলে তো ভারতের মতো দলে খেলতো না। তবে আমার কাছে মনে হয় না এটা গভীরতা বা অন্য কোনো ইস্যু নির্দেশ করে।’