

অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ১৪ নম্বর জায়গাটা দখল করে নিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাকিবের সামনে নেই কেউই।
২২৪ ম্যাচ খেলে সাকিব আল হাসানের ঝুলিতে ঢুকল মোট ২৯৪ উইকেট। আজ চট্টগ্রামে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভিরাট কোহলির পর ওয়াশিংটন সুন্দরকে বোল্ড করে সাকিব টপকে যান গ্রেট শেন ওয়ার্নকে। ম্যাচের আগে ২৯২ উইকেটে থাকা সাকিবের ওয়ার্নকে টপকে যেতে লাগত মাত্র দুই উইকেট।
লিস্টে সাকিবের ঠিক আগে অবস্থান করছেন কিউই গ্রেট ড্যানিয়েল ভেট্টোরি। ২৯৫ ওয়ানডে খেলা ভেট্টোরির দখলে ৩০৫ উইকেট।
শীর্ষে থাকা লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন ৩৫০টি ওয়ানডে খেলে ২৩.০৮ গড়ে শিকার করেছেন ৫৩৪ উইকেট, ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৩.৯৪ রান! দুইয়ে থাকা ওয়াসিম আকরামের ৫০২ উইকেট। তিনে আরেক পাকিস্তানি ওয়াকার ইউনুস, তার শিকার ৪১৬ উইকেট। চারশো উইকেট আছে আর কেবল একজনের, চামিন্দা ভাস।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে পান আরও দুই উইকেট। আর চট্টগ্রামের শেষ ওয়ানডেতে আরও উইকেট শিকার করেন সাকিব।
এক সিরিজে মোট ৯ উইকেট নেওয়া সাকিব ছাড়িয়ে আসেন সাকলাইন মুশতাক ও অজিত আগারকারকে (২৮৮ যথাক্রমে)।