দুই পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

সাকিব-এবাদতে মিরপুরে অসহায় ভারত
Vinkmag ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ভারতকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছে লিটন দাসের দল। 

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন ইয়াসির আলি রাব্বি ও তাসকিন আহমেদ।

ভারতের একাদশেও এসেছে দুই পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া রোহিত শর্মা ও দীপক চাহারের পরিবর্তে একাদশে ঢুকেছেন ইশান কিশান ও কুলদ্বীপ যাদব। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল। 

বাংলাদেশ একাদশ-

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ,  আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী। 

ভারত একাদশ-

ইশান কিশান, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক। 

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখেন ওয়াশিংটন সুন্দর

Read Next

রোহিত-শামির সর্বনাশে অভিমন্যু-উনাদকাটের পৌষ মাস

Total
0
Share