ভারতের বিপক্ষে ইতিহাস গড়ায় নজর বাংলাদেশের

ভারতের বিপক্ষে ইতিহাস গড়ায় নজর বাংলাদেশের
Vinkmag ad

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। চট্টগ্রামে আগামীকাল (১০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই ইতিহাস বাংলাদেশের। প্রথমবারের মতো ভারতকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশ এর আগে ২০১৫ সালে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল। সেবার প্রথম দুই ম্যাচ জিতলেও হারতে হয়েছে শেষ ম্যাচে। বাংলাদেশ সফর ২-১ ব্যবধানে শেষ করেছিল মাহেন্দ্র সিং ধোনির দল।

এরপর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত। বাংলাদেশ ভারত সফরে গেলেও ছিল না ওয়ানডে সিরিজ। ৭ বছর পর ওয়ানডেতে দ্বিপাক্ষিক লড়াই, আবারও বাংলাদেশের মাটিতে সিরিজ।

মেহেদী হাসান মিরাজের কীর্তিতে এবারও প্রথম ২ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে আসেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

শেষ ম্যাচে নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। আমরা জানি দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নেই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসেছে দ্বিতীয় ম্যাচটি জিতেছি।’

‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি।’

সিরিজের প্রথম দুই ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। আগামীকাল শেষ ওয়ানডে শুরু হবে দুপুর ১২ টায়।

৯৭ প্রতিবেদক

Read Previous

মিরাজ যেভাবে সংস্কৃতি বদলের বাহক হয়ে গেলেন!

Read Next

জন্মস্থানের হয়ে খেলতে জিম্বাবুয়েতে ফিরছেন গ্যারি ব্যালান্স

Total
0
Share