

বাংলাদেশ টেস্ট সিরিজ মিস করতে পারেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। বদলি খেলোয়াড় হিসেবে টেস্ট স্কোয়াডে আনক্যাপড সৌরভ কুমার এবং নবদ্বীপ সাইনিকে যোগ করা হতে পারে।
বাংলাদেশ সফরে আসার আগে ও পরে ইনজুরিতে জর্জরিত ভারতীয় দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে ছিটকে যান মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। শুধু ওয়ানডে সিরিজই না এবার এই দুই তারকা অনিশ্চিত টেস্ট সিরিজেও।
টেস্ট সিরিজে মোহাম্মদ শামি ও অলরাউন্ডার জাদেজার সার্ভিসের অপেক্ষায় ছিল ভারত। কারণ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে জিততে হবে সব ম্যাচ।
বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) অফিসিয়ালি কোন ঘোষণা দিলেও শামি, জাদেজার বাদ পড়া পুরোপুরি নিশ্চিত এবং স্কোয়াডে আসছে রদবদল।
মোহাম্মদ শামি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ট্রেনিং শুরু করে হাতের ইনজুরিতে পড়েছিলেন। সেই চোট এখন পর্যন্ত ভোগাচ্ছে শামিকে। অপরদিকে গত সেপ্টেম্বরে করা হাঁটুর অস্ত্রোপচার থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি জাদেজা।
যদি জাদেজা পুরোপুরি প্রস্তুত না হন, তাহলে উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার সৌরভ কুমারকে ভারতের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। শামির পরিবর্তে ডাকা হতে পারে নবদ্বীপ সাইনিকে।
১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় ও শেষ টেস্ট, এই ম্যাচ খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।