

ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে জাকির হাসানের দৃঢ়তায় কোনমতে ম্যাচ বাঁচিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে ম্যাচ বাঁচাতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। ইনিংস ব্যবধানে হার হয়েছে সঙ্গী, দলের পক্ষে ব্যাট হাতে একা লড়েছেন সাদমান ইসলাম অনিক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে যায় ২৫২ রানে। জবাবে তৃতীয় দিনে ৯ উইকেটে ৫৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল।
৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৯ রান ছিল বাংলাদেশ ‘এ’ দলের স্কোরবোর্ডে। ইনিংস হার এড়াতেই ২৬১ রান দরকার ছিল স্বাগতিকদের।
আজ দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন সৌরভ কুমার। ৩১ বলে ৬ রান করা মুমিনুল হককে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।
এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন সাদমান। ৬১ বলে ২৯ রান করা দিপুকে ফিরিয়ে সে জুটি ভাঙেন সৌরভ কুমারই। ৫ম উইকেটে ৩৫ রান যোগ করেন সাদমান ইসলাম ও জাকের আলি অনিক। ২২ রানে থামে জাকেরের ইনিংস। নবদ্বীপ সাইনির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ মিঠুনের দল। কোন রান না করে ফেরেন মোহাম্মদ মিঠুন, হাসান মুরাদ ও মুশফিক হাসান। দুই অঙ্ক ছুতে পারেননি সুমন খান (৮) ও আশিকুর জামান (৬)।
৭৯.৫ ওভারে ১৮৭ রানেই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। ২৩০ বলে ১৮ চারে ৯৩ রান করে অপরাজিত থাকেন সাদমান। এক প্রান্ত থেকে অন্য পান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিল দেখেন তিনি, দলকে হারতে দেখেন ইনিংস ব্যবধানে।
ভারত ‘এ’ দলের হয়ে ৬ উইকেট নেন সৌরভ কুমার। ২ টি করে শিকার উমেশ যাদব ও নবদ্বীপ সাইনির। ব্যাট হাতে ১৫৭ রান করে ম্যাচ সেরা হন ভারত ‘এ’ দলের অধিনায়ক অভিমন্য ইশরন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ‘এ’ দল ২৫২/১০ ও ১৮৭/১০ (৭৯.৫), জাকির ১২, সাদমান ৯৩*, জয় ১০, মুমিনুল ৬, দিপু ২৯, জাকের ২২, মিঠুন ০, সুমন ৮, মুরাদ ০, আশিকুর ৬, মুশফিক ০; উমেশ ১৫.৫-৪-৩৪-২, সাইনি ১৫-৬-৫৪-২, সৌরভ ৩০-১০-৭৪-৬
ভারত ‘এ’ দল ৫৬২/৯ (১৪৭.১ ওভারে ইনিংস ঘোষণা), জয়সওয়াল ১২, ইশ্বরন ১৫৭, পুজারা ৫২, ধুল ১৭, সরফরাজ ০, ভারত ৭৭, জয়ন্ত ৮৩, সৌরভ ৫৫, উমেশ ১৮, সাইনি ৫০*, মুকেশ ২৩*; সুমন ৩১-০-১১৯-২, মুশফিক ২৯-২-১২৯-৩, মুরাদ ৪৮.১-৮-১৪৫-৩, মুমিনুল ৫-০-৩১-১
ফলাফলঃ ভারত ‘এ’ দল ইনিংস ও ১২৩ রানে জয়ী।