

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মত পাকিস্তানের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন রহস্যময় স্পিনার আবরার আহমেদ। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সুযোগ মেলেনি একাদশে। মুলতানে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অবশ্য বাজিমাত করেছেন ২৪ বছর বয়সী আবরার।
মুলতানে টসে হেরে আগে বোলিং করছে পাকিস্তান। ৮ ওভারে বিনা উইকেটে ৩৬ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। ৯ম ওভারে প্রথমবারের মত আক্রমণে আসেন আবরার।
নিজের ঘুর্ণিজাদু দেখাতে বেশি সময় নেননি আবরার। ৫ম বলেই ফেরান জ্যাক ক্রাউলিকে। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ১৯ রান করা ক্রাউলিকে। পরের বলেই অবশ্য রিভার্স সুইপে চার আদায় করে নেন ওলি পোপ।
নিজের দ্বিতীয় ওভারে বেন ডাকেটের বিপক্ষে হজম করেন আরও দুই বাউন্ডারি। ৪র্থ ওভারে ওলি পোপ হাঁকান আরও এক। ৫ম ওভারে বেন ডাকেট আরও দুইটি। ৫ ওভারেই আবরার হজম করেন ৩৯ রান।
তাতে দমে যাননি আবরার। ৬ষ্ঠ ওভারের শেষ বলে দারুণ খেলতে থাকা বেন ডাকেটকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। ৪৯ বলে ৬৩ রান করা ডাকেটকে আউট দেননি অনফিল্ড আম্পায়ার, রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।
এরপর লাঞ্চ বিরতির আগে বাকিটা সময় আবরার ভোগান ইংলিশ ব্যাটারদের। নিজের ৯ম ওভারের ১ম বলে জো রুটকে ফেরান এলবিডব্লিউ করে। এদফাতেও রিভিউ নিয়ে সফল হতে হয় পাকিস্তানকে।
বেন ডাকেটের মত ফিফটি করা ওলি পোপকেও (৬১ বলে ৬০) ফেরান আবরার। লাঞ্চের আগে ফেরান প্রথম ইনিংসে পাকিস্তান বোলারদের ভোগানো হ্যারি ব্রুককেও (২১ বলে ৯)।
First morning as a Test debutant ????
Abrar Ahmed becomes the 13th Pakistan bowler to take a five-wicket haul on Test debut ????#PAKvENG | #UKSePK pic.twitter.com/OE1qqtkPsN
— Pakistan Cricket (@TheRealPCB) December 9, 2022
৫ উইকেটে ১৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ইংল্যান্ড। আবরার আহমেদের বোলিং ফিগার ১৩-০-৭০-৫!
টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম পাকিস্তানি বোলার আবরার আহমেদ।