

বাংলাদেশ সফরে আসার আগে ও পরে ইনজুরিতে জর্জরিত ভারতীয় দল। সিরিজ শুরুর আগে ছিটকে যান মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। ১ম ওয়ানডের আগে বাদ পড়েন রিশাব পান্ট। ১ম ম্যাচের পর কুলদ্বীপ সেন ছিটকে যান। ২য় ম্যাচের পর ছিটকে গেছেন অধিনায়ক রোহিত শর্মা ও দীপক চাহার। ৩য় ওয়ানডের জন্য তাই স্কোয়াডে সংযুক্ত হয়েছেন কুলদ্বীপ যাদব।
গেল ম্যাচে বাংলাদেশের ইনিংসের ২য় ওভারে আঙুলে চোট পান রোহিত শর্মা। বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করে, স্ক্যানও করা হয়। ভারতীয় অধিনায়ক উড়ে গেছেন মুম্বাই। ৩য় ওয়ানডেতে তাই তিনি থাকছেন না। টেস্ট সিরিজে তার খেলা হবে কি না তা পরবর্তীতে জানাবে বিসিসিআই। রোহিত শর্মার অনুপস্থিতিতে শেষ ম্যাচে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল।
প্রথম ওয়ানডের পর ব্যাক ইনজুরিতে পড়েন কুলদ্বীপ সেন। ২য় ওয়ানডে থেকে তাকে বিশ্রামে রেখেছে দল। স্ট্রেস ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ২য় ওয়ানডেতে লেফট হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দীপক চাহার। কুলদ্বীপ সেন ও দীপক চাহার এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) তে রিপোর্ট করবেন।
ইনজুরি জর্জর দলে ৩য় ওয়ানডের আগে যুক্ত হয়েছেন স্পিনার কুলদ্বীপ যাদব।
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মত ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে ৩য় ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড-
লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও কুলদ্বীপ যাদব।