পিংক বলে জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৩০

featured photo up

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের প্রথম দিন দাপট দেখাল লাবুশেইন, হেড। এই দুইয়ের শতরান হাঁকানো দুই ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩০। সারাদিন বল হাতে কেবল ৩ উইকেটের স্বাদ পান উইন্ডিজের বোলাররা।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুর সেশনেই হারায় ডেভিড ওয়ার্নারের উইকেট। ২১ রানে থাকা ওয়ার্নারকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন আলজারি জোসেফ। এরপর উসমান খাজার সঙ্গে জুটি হয় মারনাস লাবুশেইনের।

ফিফটি হাঁকিয়ে এগিয়ে যেতে থাকা খাজাকে ফিরিয়ে অভিষেক রাঙান উইন্ডিজের ডেভন থমাস। ১২৯ বলে ৬২ রানের ইনিংস শেষ হয় থমাসের লেগ বিফোরের ফাঁদে পড়ে। পরের ওভারেই স্টিভ স্মিথের (০) উইকেট তুলে নেন জেসন হোল্ডার। নিজের বলে নেন ফিরতি ক্যাচ।

১৩১ রানে তৃতীয় উইকেট হারানো অস্ট্রেলিয়া দিনের বাকি অর্ধেক সময় শেষ করেছে আরও ১৯৯ রান স্কোরবোর্ডে যোগ করে। মারনাস লাবুশেইন আর ট্রাভিস হেডের ব্যাটিং দাপটের সামনে দেড় সেশন পাত্তাই পায়নি উইন্ডিজের বোলাররা।

লাবুশেইন, হেড দু’জনেই হাঁকিয়েছেন শতরান। দিনশেষে লাবুশেইন অপরাজিত ১২০ রানে, হেড ব্যাট করছেন ১১৪ রান নিয়ে। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩৩০।

৯৭ ডেস্ক

Read Previous

আবারও ভারত ‘এ’ দলের রানের চাপে মিঠুন-মুমিনুলরা

Read Next

বড় অবেলায় জ্বলে উঠলেন সাদমান, ফের ব্যর্থ মুমিনুল-জয়

Total
0
Share