

২০২৩ এর ৩ জানুয়ারি থেকে ভারতের হোম সিরিজের মৌসুম হবে এবং তা টানা ২২ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে খেলবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ টেস্ট ও ওয়ানডের।
আসন্ন তিন হোম সিরিজের সূচি প্রকাশ করল দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের ২০২২-২৩, আন্তর্জাতিক হোম মৌসুম জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে। তারপরেই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া রোহিত-কোহলিদের বিরুদ্ধে খেলতে আসবে ভারত সফরে।
৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বাই, পুনে ও রাজকোটে ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। এরপর গৌহাটি, কোলকাতা ও তিরুবন্তপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা।
এরপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সমান সংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন রোহিতরা। ১৮, ২১ ও ২৪ জানুয়ারি হায়দ্রাবাদ, রায়পুর ও ইন্দোরে হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি যথাক্রমে রাঁচি, লখনৌ ও আহমেদাবাদে ভারত-নিউজিল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজিত হবে।
অজিদের বিরুদ্ধে ভারত খেলবে না টি-টোয়েন্টি সিরিজ। চার টেস্ট ম্যাচের সিরিজ ও তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে; যথাক্রমে নাগপুর, দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এরপর ১৭, ১৯ ও ২২ মার্চ মুম্বাই, বিশাখাপত্তনম ও চেন্নাইতে গড়াবে ওয়ানডে সিরিজ।
৩ মাসে মোট ৯ ওয়ানডে, ৬ টি-টোয়েন্টি ও ৪ টেস্ট খেলবে ভারতীয় দল।
🚨 NEWS 🚨: BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia. #TeamIndia | #INDvSL | #INDvNZ | #INDvAUS | @mastercardindia
More Details 🔽https://t.co/gEpahJztn5
— BCCI (@BCCI) December 8, 2022
শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:
৩ জানুয়ারি, প্রথম টি-টোয়েন্টি, মুম্বাই
৫ জানুয়ারি, দ্বিতীয় টি-টোয়েন্টি, পুনে
৭ জানুয়ারি, তৃতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ জানুয়ারি, প্রথম ওয়ানডে, গৌহাটি
১২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, কোলকাতা
১৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, তিরুবন্তপুরম
নিউজিল্যান্ডের ভারত সফরের সূচি:
১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দ্রাবাদ
২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর
২৭ জানুয়ারি, প্রথম টি-টোয়েন্টি, রাঁচি
২৯ জানুয়ারি, দ্বিতীয় টি-টোয়েন্টি, লখনৌ
১ ফেব্রুয়ারি, তৃতীয় টি-টোয়েন্টি, আহমেদাবাদ
অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:
৯-১৩ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, নাগপুর
১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লি
১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধর্মশালা
৯-১৩ মার্চ, চতুর্থ টেস্ট, আহমেদাবাদ
১৭ মার্চ, প্রথম ওয়ানডে, মুম্বাই
১৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, বিশাখাপত্তনম
২২ মার্চ, তৃতীয় ওয়ানডে, চেন্নাই