

মুলতান টেস্টের জন্য ইংল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরা মার্ক উড সুযোগ পেলেন ছিটকে যাওয়া লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে। এবং ওলি পোপের হাতেই থাকল কিপিং গ্লাভস।
মুলতান ২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হোস্ট করছে। আর এই ঐতিহাসিক টেস্টের আগের দিনই নিজেদের সেরা একাদশ জানিয়ে দিল ইংলিশ ক্রিকেট বোর্ড।
প্রথম টেস্টে খেলা ইংল্যান্ডের সেরা একাদশ থেকে বদল এসেছে কেবল একটি। ইনজুরিতে অভিষেক টেস্টের মধ্যেই ছিটকে যাওয়া অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জায়গায় খেলবেন মার্ক উড।
চোটের কারণে পাকিস্তান সফরের প্রথম টেস্ট মিস করেন মার্ক উড। কিন্তু দ্বিতীয় টেস্টের দলে তার ফেরা ইংলিশ পেস অ্যাটাক হয়েছে আরও পরিপক্ব।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ৭৪ রানের রোমাঞ্চকর জয় পায় সফরকারী ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর টেস্টে আগামীকাল থেকে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামছে পাকিস্তান।
মুলতান টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), উইল জ্যাকস, ওলি রবিনসন, মার্ক উড, জ্যাক লিচ এবং জেমস অ্যান্ডারসন।