

ফুটবল বিশ্বকাপের সময়েই বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। এমন সময়ে মাঠের খেলা দেখতে লোক সমাগম হবে কিনা সে শঙ্কা ছিল। তবে সে শঙ্কা উড়ে গেছে, মিরপুরে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ভারতের বিপক্ষে, গ্যালারিতে ছিল টিকিট কিনে ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের উপচে পড়া ভিড়।
লিটন দাসের দলের সামনে এখন শেষ ম্যাচ জিতে ভারতকে হোয়াইটওয়াশ করার মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর ৩য় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও ভারত।
এই ম্যাচের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ ডিসেম্বর সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে ম্যাচের দিন (১০ ডিসেম্বর) ও।
টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।
৩য় ওয়ানডের জন্য টিকিটের তথ্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।