• জুন ১০, ২০২৩

মিরাজ ও বাংলাদেশ ভাসছে প্রশংসা বন্যায়

মিরাজ ও বাংলাদেশ ভাসছে প্রশংসা বন্যায়
Vinkmag ad

লাল-সবুজের যোদ্ধাদল আবারও নাম করল ওয়ানডে ক্রিকেটে। মিরপুর হোম অফ ক্রিকেটে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৫ রানের রোমাঞ্চকর জয়। এমন স্মরণীয় জয়ের দিন টুইটার জুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের পারফর্ম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্লেষকরা।

আগে ব্যাট করতে নেমে ৬৯ রান স্কোরবোর্ডে যোগ হতেই নেই ৬ উইকেট। এরপর জ্বলে উঠে মিরাজ-রিয়াদের ব্যাট, এই জুটি জয়ে রাখল বড় অবদান! ৬৯/৬ থেকে ২৭১/৭! একা হাতে শেষপর্যন্ত লড়াই চালিয়ে মিরাজ তুলে নেন শতরান। আর তাতেই লেখা হয়ে গেছে ইতিহাস। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ জয়।

প্রাণবন্ত বাংলাদেশের কাছে স্রেফ উড়ে গেল কোহলি-রোহিতরা। টুইটার মুখরিত বাংলাদেশ বন্দনায়,

৯৭ ডেস্ক

Read Previous

টানা জয়ে বাংলাদেশের সিরিজ জয়

Read Next

সিরিজ হারের সঙ্গে আরও দুঃসংবাদ শুনল ভারত

Total
15
Share