হাসপাতালে যেতে হয়েছে রোহিতকে

received 565069262126975

বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হাতে চোট পেয়ে হাসপাতালে গেলেন রোহিত শর্মা। বাঁহাতে করানো হবে এক্স-রে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাতে ব্যথা পান ভারতীয় কাপ্তান।

মোহাম্মদ সিরাজের করা ওভারের চতুর্থ বলে আউটসাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন এনামুল হক বিজয়। তবে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত বল ঠিকঠাক তালুবন্দী করতে পারেননি।

ক্যাচ মিসের সাথে নিজের বাঁহাতের আঙুলেও চোট পান ভারত অধিনায়ক। হাত থেকে বেরোচ্ছিল রক্তও। সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি, তার বদলি হিসেবে নামেন রজত পাতিদার।

এরপর জানা যায় মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে রোহিতকে। মূলত স্ক্যান করানোর জন্যই নেওয়া হয়। রিপোর্ট পেতে অন্তত ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হচ্ছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

সিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে সাকিব ছুঁয়েছেন তামিম-মুশফিকের রেকর্ড

Read Next

মিরাজের দাপুটে সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭১

Total
0
Share