

সাকিব আল হাসান ৩য় ব্যাটার হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে ৩ হাজারের বেশি রান করেছেন। সাকিবের আগেই এই রেকর্ড ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাস ইনিংসের দশম ওভারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতেই ক্রিজে আসেন সাকিব।
মোহাম্মদ সিরাজকে ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন দেশের মাটিতে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক। সাকিব ১০১তম ইনিংসে ছুঁয়েছেন এই রেকর্ড।
বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ওডিআই রান:
৩৮৪১ – তামিম ইকবাল
৩৪৬১ – মুশফিকুর রহিম
৩০০৬ – সাকিব আল হাসান*