

বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন পেসার রবিউল ইসলাম শিবলু আসন্ন বিপিএলে থাকছেন নতুন দায়িত্বে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি তাদের বোলিং কোচ হিসেবে রবিউল ইসলামের নাম ঘোষণা করেছে।
আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ জুলিয়ান রস উড। পাওয়ার হিটিং নিয়ে এর মধ্যে কাজ করেছেন অস্ট্রেলিয়া, পাকিস্থান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে। উড এর আগে বিগ ব্যাশে সিডনি থান্ডার, পিএসএলের দল মুলতান সুলতান, আইপিএলের দল পাঞ্জাব কিংস ও বিপিএলের ৮ম আসরে কাজ করেছেন ব্যাটিং কনসালটেন্ট হিসেবে।
তার সাথে এবার কাজ করার সুযোগ পেলেন রবিউল ইসলাম শিবলু। লর্ডসে টেস্ট অভিষেক হওয়া রবিউল ৯ টেস্ট খেলে দখলে নিয়েছেন মোট ২৫ উইকেট। ৩ ওয়ানডেতে শিকার করেন ২ উইকেট। একমাত্র টি-টোয়েন্টি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন, কিন্তু থেকে যান উইকেটশূন্য।
রবিউল তার খেলোয়াড়ি ক্যারিয়েরর শেষ ম্যাচ খেলেন ২০১৮ সালের অক্টোবরে, জাতীয় ক্রিকেট লিগে। আর দেশের জার্সিতে ২০১৪ সালের পর তাকে আর দেখা যায়নি। মাঝে আম্পায়ারিং দক্ষতা নিয়ে কাজ করেছেন। এবার নিজেকে পরিচিত করছেন ক্রিকেট কোচিংয়ে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আসান প্রিয়ঞ্জন, কুর্টিস ক্যাম্ফার, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’দাউদ, উন্মুক্ত চান্দ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান, আল-আমিন জুনিয়র, উসমান খান এবং শাহনেওয়াজ দাহানি।