

নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছিল আগেই। এবার তৃতীয় টি-টোয়েন্টিতেও নিগার সুলতানার দল পাত্তা পেল না, কিউইরা জিতেছে ৬৩ রানে।
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঘিনীদের অসহায় আত্মসমর্পন; ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে গুটিয়ে যায় কেবল ৩২ রান করতেই। ২য় ম্যাচে পারফর্মেন্স কিছুটা উন্নতি হলেও সিরিজ হার ঠেকাতে পারেনি বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডের করা ১৪৮ এর বিপরীতে বাংলাদেশের ইনিংস থামে ১১১ রানে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইট ফার্নসরা করে ১৫২, ৮৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে কুইন্সটাউনের জন ডেভিস ওভালে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ১৫২।
অধিনায়ক সোফি ডিভাইন ৩ রানের জন্য পূর্ণ করতে পারেননি পঞ্চাশ। সুজি বেটস ৯ রান করতেই নিয়েছেন বিদায়। ডাক হয়ে ফেরেন রেবেকা বার্নস। লরেন ডাউনের ব্যাট থেকে আসে ৬ রান। আমেলিয়া কের ৩০ বলে ৪৮ রানের ইনিংসে অপরাজিত থাকেন। লিয়া তাহুহু শেষ দিকে ৮ বলে করেন ১৭ রান
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম পাওয়ার-প্লেতে ১৬ রান স্কোরবোর্ডে যোগ করতেই নেই বাংলাদেশের তিন ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে নিগার সুলতানাদের স্কোরবোর্ড ৩৩/৫।
সর্বোচ্চ ২৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। এছাড়া ২৩ রান করে অপরাজিত থাকেন সালমা খাতুন। শেষপর্যন্ত ৮৯ রানে থামে বাংলাদেশ নারী দলের ইনিংস। ৬৩ রানের জয়ে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ করল হোয়াইট ফার্নসরা।