অধিনায়ক লিটনের প্রশংসায় পঞ্চমুখ আতহার

অধিনায়ক লিটনের প্রশংসায় পঞ্চমুখ আতহার
Vinkmag ad

এর আগেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব (টি-টোয়েন্টি) করেছিলেন লিটন দাস। তবে ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার গোটা সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন এবারই প্রথম। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে লিটন দাসের বাংলাদেশ।

মিরপুরে প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানে গুটিয়ে দিয়ে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ৪১ রান করা লিটন অধিনায়কের দায়িত্ব সামলেছেন ভালোভাবেই।

ম্যাচ শেষে যেমন ম্যাচসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘দাদা (লিটন) তো মা শা আল্লাহ ভালো করেছে। খুব ভালো চেঞ্জ (বোলিং) করেছে, যাকে যখন দরকার। প্রথম ওয়ানডে ক্যাপ্টেন্সি করেছে মনেই হয়নি। সবাই সাপোর্টও দিয়েছে ভালো। এজন্য তার জন্য আরও সহজ হয়ে গেছে।’

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক লিটন দাসের প্রশংসা করেন ধারাভাষ্যকার আতহার আলি খান।

তিনি লেখেন, ‘লিটন দাসের শুরুটা হল জয় দিয়ে। আমি মনে করি তার অধিনায়কত্ব দারুণ ছিল, ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল। ভালো করেছ, সিরিজের বাকি অংশের জন্য শুভকামনা।’

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নতুন চমক ল্যান্স মরিস

Read Next

প্রথম ওয়ানডের ম্যাচ ফি’র প্রায় সবটা হারাল ভারত!

Total
0
Share