লাবুশেইন, লায়ন দাপটে অস্ট্রেলিয়ার বড় জয়

featured photo updated
Vinkmag ad

পার্থ টেস্টে স্বাগতিকদের ১৬৪ রানের বড় জয়। ৪৯৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২য় ইনিংসে ৩৩৩’এ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও হার-না-মানা শতরান; ম্যাচ সেরার পুরস্কার স্বাভাবিকভাবেই মারনাস লাবুশেইনের হাতে।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪র্থ দিন শেষে উইন্ডিজের স্কোরবোর্ডে ছিল ১৮৯/৩। সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট টানছিলেন দলকে। ৭ উইকেটে শেষদিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৬ রানের চ্যালেঞ্জ।

সেঞ্চুরি হাঁকিয়ে ১০১ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট। সঙ্গে থাকা কাইল মেয়ার্স ১০ রান করতেই লায়নের শিকার হয়ে বিদায় নেন। এদিন বেশিক্ষণ টেকেননি ব্র‍্যাথওয়েটও। নাথান লায়ন বোল্ড করে ব্র‍্যাথওয়েটের ১১০ রানের ইনিংস থামান।

আগের দিন দুই উইকেট ঝুলিতে নেওয়া নাথান শেষদিন আরও ৪ উইকেট নিয়ে উইন্ডিজের ব্যাটিং লাইন চুরমার করে দেন। জেসন হোল্ডার পাননি ৩ রানের বেশি। জশুয়া ডা সিলভা ১২ করতেই নেন বিদায়।

রোস্টন চেজ আর আলজারি জোসেফের জুটি কিছুটা আশা দেখে উইন্ডিজ। জোসেফ ব্যক্তিগত ৪৩ রানে ফিরলেও ফিফটি হাঁকিয়ে ৫৫ করেন চেজ। নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে ৩৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৬৪ রানের বড় জয়ে পার্থ টেস্ট শেষ করল অজিরা।

৯৭ ডেস্ক

Read Previous

সাকিব-এবাদতে মিরপুরে অসহায় ভারত

Read Next

মিরাজ ম্যাজিকে ভারতকে হারাল বাংলাদেশ

Total
0
Share