ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ

featured photo updated v 1
Vinkmag ad

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঘিনীদের অসহায় আত্মসমর্পন। ২য় ম্যাচে পারফর্মেন্স কিছুটা উন্নতি হলেও সিরিজ হার ঠেকাতে পারেনি বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডের করা ১৪৮ এর বিপরীতে বাংলাদেশের ইনিংস থামে ১১১ রানে। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল হোয়াইট ফার্নসরা।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে জিতে এদিন আগে ব্যাট করে নিউজিল্যান্ড নারী দল। বাংলাদেশ নারী দলের হয়ে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় পেসার মারুফা আক্তারের।

ক্যাপ্টেন সোফি ডিভাইন ও সুজি বেটসের উদ্বোধনী জুটিতে আসে ২৩। মারুফা আক্তার অভিষেক ম্যাচ রাঙিয়ে তুলে নেন ডিভাইনের উইকেট। মারুফার দ্বিতীয় শিকার তিনে নামা জর্জিয়া প্লিমার (৩)।

সুজি বেটস ২৭ বলে ২০ করে ফেরেন প্যাভিলিয়নে। মাঝে রেবেকা বার্ন্স করেন ১৯ বলে ২০ রান। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা হোয়াইট ফার্নস শিবিরে এরপর স্বস্তি ফেরান আমেলিয়া কের, ম্যাডি গ্রিন। ৩০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন কের, ম্যাডি গ্রিন অপরাজিত থাকেন ২৫ বলে ৩৭ রান করে।

আর তাতেই ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করে কিউই নারী দল।

জবাব দিতে নেমে হোয়াইট ফার্নস বোলারদের সামনে আগের ম্যাচের মতো এদিনও পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে নিগারের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রানের ইনিংস। রান আউটে কাঁটা পড়ার আগে টাইগ্রেস অধিনায়ক খেলেন ৩১ রানের ইনিংস।

তিন ব্যাটার কেবল পৌঁছান দুই অংকের ঘরে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে তিনে নামা শারমিন আক্তার। এছাড়া ফারজানা হকের ব্যাট থেকে আসে ১৫ রান। ৮ উইকেট হারিয়ে শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১১১ রানে। আর তাতেই নিউজিল্যান্ড পেয়েছে ৩৭ রানের জয়।

৯৭ ডেস্ক

Read Previous

রিশাব পান্টের সিরিজ শুরুর আগেই শেষ

Read Next

সাকিব-এবাদতে মিরপুরে অসহায় ভারত

Total
0
Share