রিশাব পান্টের সিরিজ শুরুর আগেই শেষ

রিশাব পান্টের সিরিজ শুরুর আগেই শেষ
Vinkmag ad

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরুতে এই সিরিজের স্কোয়াডে থাকলেও সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্ট।

১ম ওয়ানডের সেরা একাদশে রিশাব পান্তের নাম না দেখেই লাগে খটকা। পরে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) জানায় রিশাব পান্ট থাকছেন না ওয়ানডে সিরিজেই।

বিবৃতিতে বিসিসিআই লেখে, ‘বিসিসিআই মেডিকেল টিমের সঙ্গে আলাপ করে রিশাব পান্টকে ওয়ানডে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টেস্ট সিরিজের আগে দলে যোগ দিবেন। তার কোন বিকল্প ক্রিকেটার নেওয়া হয়নি।

আক্সার প্যাটেল প্রথম ওয়ানডেতে নির্বাচনের জন্য অ্যাভেইলেবল ছিলেন না।’

জাসপ্রীত বুমরাহ তো আগে থেকেই ছিলেন না। সিরিজ শুরুর আগে ইনজুরিতে ছিটকে যান মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজারাও। সেই তালিকায় যুক্ত হল রিশাব পান্টের নাম।

আজ ১ম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন কুলদ্বীপ সেন।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদ্বীপ সেন ও উমরান মালিক। ‘

৯৭ ডেস্ক

Read Previous

মিরপুরে আগে বোলিংয়ে বাংলাদেশ

Read Next

ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ

Total
0
Share