

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ভারত। পূর্ণশক্তির ভারতীয় দল আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ৫০ ওভারি ক্রিকেট খেলতে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিন পেসার ও সাকিব সহ দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে কুলদ্বীপ সেনের।
A special moment! ☺️
Congratulations to Kuldeep Sen as he is set to make his India debut! ???? ????
He receives his #TeamIndia cap from the hands of captain @ImRo45. ???? ????#BANvIND pic.twitter.com/jxpt3TgC5O
— BCCI (@BCCI) December 4, 2022
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদ্বীপ সেন।