
জমে উঠেছে পার্থ টেস্ট। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪র্থ দিন শেষে উইন্ডিজের স্কোরবোর্ড ১৮৯/৩। সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট টানছেন দলকে। ৭ উইকেটে শেষদিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৬ রানের চ্যালেঞ্জ।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৯ রান করতেই শেষ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। পরের দিন প্রথম সেশনেই ২ রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নার ফিফটি না পেলেও মারনাস লাবুশেইন ফিফটি হাঁকিয়ে ছুটেন সেঞ্চুরির পথে। স্মিথের সঙ্গে জুটি গড়ে পূর্ণ করেন শতরান। ২ উইকেটে ১৮২ রানে অস্ট্রেলিয়া করে ইনিংস ঘোষণা। ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৪৯৮ রানের।
৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে পার্থ টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ দিন ক্যারিবীয়দের প্রয়োজন আরও ৩০৬ রান। হাতে আছে ৭ উইকেট।
প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো ত্যাগনারায়ন চন্দরপল ২য় ইনিংসে আউট হয়েছেন ৪৫ রানে। তিনে নামা শামারাহ ব্রুকস পাননি ১১ রানের বেশি। জার্মেইন ব্ল্যাকউড ২৪ রান করে সঙ্গ দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে। দিন শেষের আগের ওভারে উইকেট হারান ব্ল্যাকউড।
সেঞ্চুরি হাঁকিয়ে ১০১ রানে অপরাজিত ক্রেইগ ব্র্যাথওয়েট। কাইল মেয়ার্স শূন্যরানে কাল ব্যাটিংয়ে নামবেন।
উইন্ডিজের হারানো তিন উইকেটের দুটি নেন নাথান লায়ন। মিচেল স্টার্কের দখলে বাকি এক উইকেট।