ফেব্রুয়ারিতে শুরু ফ্যানাটিক প্রিমিয়ার লিগ

ফেব্রুয়ারিতে শুরু ফ্যানাটিক প্রিমিয়ার লিগ
Vinkmag ad

কর্পোরেট জগতে কর্মরত অপেশাদার ও সৌখিন ক্রিকেটারদের নিয়ে নিয়মিত একটি দল ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। গৎবাধা কর্মব্যস্ত জীবনের বাইরে, ক্রিকেটের সান্নিধ্যের মাধ্যমে, নিয়মিত বিনোদনের খোরাক ও সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব, তাদের দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য ঢাকার অন্যান্য সমগোত্রীয় ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে, দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ফ্যানাটিক প্রিমিয়ার লিগ। এবারে প্রধান পৃষ্ঠপোষক এডিসন রিয়েল এস্টেট।

“ফ্যানাটিক ফাইটার্স”(প্রথম আসরের চ্যাম্পিয়ন), “ফ্যানাটিক ব্লাস্টার্স”, “ফ্যানাটিক ফ্যান্টাস্টিক” ও নবাগত “ফ্যানাটিক রেবেলস” এর ছাতার নিচে ৫২ জন ক্রিকেটার নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ঢাকার পরিচিত রেসিডেনশিয়াল মডেল কলেজ মাঠে এই ক্রিকেটযুদ্ধের উৎসব শুরু হতে যাচ্ছে।

এডিসন রিয়েল এস্টেট ফ্যানাটিক প্রিমিয়াম লিগ-২০২৩ প্লেয়ার অকশন হবে এডিসন গ্রুপে; ৬ই ডিসেম্বর ২০২২; বিকাল সাড়ে ৫টায়। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য রয়েছে, যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকার পুরষ্কার। সেই সাথে থাকছে প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, মোস্ট এট্রাক্টিভ প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট শেষে বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।

টুর্নামেন্ট টির টাইটেল স্পন্সর হিসেবে “Edison Real Estate”, কো-স্পন্সর হিসেবে “Gadget & Gear”, “Edison Power”, “Khan Associates” এবং “United Securities Ltd” তাদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে “Cricket97″। 

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে লক্ষ্য তাড়ায় ছুটছে ওয়েস্ট ইন্ডিজ

Read Next

মিরপুরে আগে বোলিংয়ে বাংলাদেশ

Total
0
Share