
ইংল্যান্ডের ৪ সেঞ্চুরির জবাব ৩ সেঞ্চুরিতে ভালোভাবেই দিচ্ছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শতরান হাঁকিয়েছেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক, ইমাম উল হক ও অধিনায়ক বাবর আজম। তবুও ১৫৮ রানে পিছিয়ে পাকিস্তান, হাতে বাকি ৩ উইকেট।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৬৫৭ রানের জবাবে পাকিস্তান বিনা উইকেটে ১৮১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে। আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে স্বাগতিকদের স্কোরবোর্ড ৪৯৯/৭।
৮৯ রানে থাকা আবদুল্লাহ শফিক ও ৯০ রানে অপরাজিত দুই ওপেনার সকালের সেশনের শুরুতেই পূর্ণ করেন শতরান। দুই জোড়া সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের ২২৫। উইল জ্যাকসের শিকার হয়ে ১১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন শফিক। ব্যক্তিগত ১২১ রানে উইকেট হারান আরেক ওপেনার ইমাম উল হক।
জ্যাক লিচের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে আজহার আলি করেন ২৭। এরপর দাপট দেখিয়ে সেঞ্চুরি হাঁকান বাবর আজম। তাকে সঙ্গ দিতে আসা সউদ শাকিল করেন ৩৭ রান।
ব্যক্তিগত ১৩৬ রানে যখন বাবর আজম বিদায় নেন তখন স্কোরবোর্ডে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৪৭৩। এরপর মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। নাসিম শাহ শেষবেলায় আউট হওয়ার আগে করেন ১৫ রান। দিনশেষে আঘা সালমান ১০ জাহিদ মাহমুদ ১ রান নিয়ে অপরাজিত আছেন।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট অভিষেক হওয়া উইল জ্যাকসের দখলে। দুই উইকেট শিকার করেন জ্যাক লিচ। এছাড়া জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসনের ঝুলিতে যায় ১টি করে উইকেট।