

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। শামির ইনজুরিতে ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন গতি তারকা উমরান মালিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) জানায় ফাস্ট বোলার মোহাম্মদ শামি ট্রেনিং সেশনে কাঁধের ইনজুরিতে পড়েছেন। সে এখন বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ব্যাঙ্গালুরুর এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) তে আছেন এবং বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারবেন না।
তার অনুপস্থিতিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি উমরান মালিককে বিকল্প হিসাবে ঘোষণা করেছে।
???? NEWS ????: Umran Malik to replace Mohd. Shami in India’s ODI squad for Bangladesh series. #TeamIndia | #BANvIND
Details ????https://t.co/PsDfHmkiJs
— BCCI (@BCCI) December 3, 2022
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভিরাট কোহলি, রোহিত শর্মারা। সিরিজের বাকি দুই ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদ্বীপ সেন ও উমরান মালিক। ‘
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।