

আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে খেলা হচ্ছে না অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামির। শুধু ওয়ানডে সিরিজই নয়, মোহাম্মদ শামি মিস করতে পারেন ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্টও।
হাতের ইনজুরির কারণেই মূলত ছিটকে যাচ্ছেন শামি। অস্ট্রেলিয়া থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে এই ইনজুরি বাধিয়েছিলেন শামি। সেটিই এখন কাল হয়ে দাঁড়িয়েছে।
বিসিসিআই সূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) কে বলেন, ‘মোহাম্মদ শামি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ট্রেনিং শুরু করে হাতের ইনজুরিতে পড়েছিলেন। তাকে এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) তে রিপোর্ট করতে বলা হয়েছে, সে দলের সঙ্গে ১ ডিসেম্বর বাংলাদেশ আসেনি।’
Senior fast bowler Mohammed Shami has been ruled out of the ODI series against Bangladesh, starting Sunday, due to a hand injury: BCCI sources#INDvBAN
— Press Trust of India (@PTI_News) December 3, 2022
যদিও আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ শামির ইনজুরির ভয়াবহতা জানা যায়নি। আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ওয়ানডে দলের অন্যতম ভরসার নাম মোহাম্মদ শামিই।
ওয়ানডে সিরিজে যেমন তেমন, টেস্ট সিরিজে মোহাম্মদ শামির সার্ভিস পেতে চাইবে ভারত। কারণ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে জিততে হবে সব ম্যাচ।