বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন দাহানি

বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন দাহানি
Vinkmag ad

আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ এখন অব্দি শক্তপোক্ত কোন স্কোয়াড গঠন করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফ্র্যাঞ্চাইজিটির প্রতি সমর্থকদের ক্ষোভের শেষ নেই। এমতাবস্থায় পাকিস্তানের শাহনেওয়াজ দাহানিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহনেওয়াজ দাহানিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লেখে, ‘Shahnawaz Dahani Joins Chattogram Challengers!

দূর্দান্ত বোলিং নৈপুণ্যে সাম্প্রতিক সময়ে বেশ আলো কেড়েছেন ২৪ বছর বয়সী শাহনেওয়াজ দাহানি। পাকিস্তান সুপার লিগের গেল আসরে সেরা বোলারের পুরষ্কার এই ডানহাতি পেসারের ঝুলিতে। মুলতান সুলতান্সের প্রথম পিএসএল শিরোপা জয়ে অন্যতম মূখ্য ভূমিকা ছিল তার।

নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ন্যাশনাল টিমের জার্সি গায়ে পড়ে। এরপর যেন আরো দূর্দান্ত দাহানি। এশিয়া কাপ আর টি টুয়েন্টি মিশন শেষে এবার দাহানির ঠিকানা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ওয়েলকাম শাহনেওয়াজ দাহানি। ওয়েলকাম টু চ্যালেঞ্জার্স ফ্যামিলি।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-

আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আসান প্রিয়ঞ্জন, কুর্টিস ক্যাম্ফার, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’দাউদ, উন্মুক্ত চান্দ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান, উসমান খান ও শাহনেওয়াজ দাহানি।

৯৭ ডেস্ক

Read Previous

২য় ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

Read Next

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শামি

Total
0
Share